যখন কোনো বিশুদ্ধ বা Pure semiconductor এর সাথে trivalent (বা ত্রিযোজী) atom কে মিশানো হয় তখন pure semiconductor কে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়।
ধরা যাক একটা trivalent atom যেমন বোরন (B) কে pure সিলিকনের সাথে যুক্ত করলাম। তখন B তার শেষ কক্ষপথের ৩টা ইলেকট্রন দিয়ে ৩টা Si atom এর সাথে Co-valent bond তৈরি করবে। কিন্তু বাকি ১টা Si atom তার শেষ অরবিটের ১টা ইলেকট্রন দিয়ে B এর সাথে কোনো bond তৈরি করতে পারবে না। তখন এই B atom এর একটা ইলেক্ট্রন ঘাটতি দেখা দিবে যাকে hole বলে।
Hole কখনোই positive charged কিংবা proton হিসেবে থাকে না। Hole হচ্ছে ইলেক্ট্রনের অনুপস্থিতি। Hole-কে P-type material এর charge carrier বলা হয়। যেহেতু এখানে B এর ১টা ইলেক্ট্রন কম থাকে তাই P-type material এর majority charge carrier (যে চার্জের পরিমান বেশি) হচ্ছে hole এবং minority charge carrier (যে চার্জের পরিমান বেশি) হচ্ছে electron.