Pronoun

ইংলিশ কোনো বাক্যে Noun এর জায়গায় অন্য কাউকে বসালে যদি বাক্যের অর্থের কোনো পরিবর্তন না ঘটে তবে তাকে Pronoun (বিশেষণ) বলে।

 

Pronoun এর প্রকারভেদ

মোট ৮ ধরনের Pronoun দেখতে পাই আমরা। এরা হচ্ছে-

a) Personal Pronoun : ব্যক্তি বা Person এর বদলে এটিকে ব্যবহার করা হয়। যেমন- I, We, You, He, She, They.

এর মধ্যে আরেকটা ছোট্ট ভাগ আছে যাকে Possessive Pronoun বলে। Possession মানে অধিকার বোঝায়। অর্থাৎ এসব Pronoun দিয়ে কোনোকিছুর উপর অধিকারকে বোঝানো হয়। যেমন-

Mine, Ours, His, Hers, Yours, Theirs.

This pen is mine. (এটা আমার কলম)

এখানে কলমের অধিকার বোঝানো হয়েছে।

This football is ours. (এটা আমাদের ফুটবল)

এখানে ফুটবলের অধিকার বোঝানো হয়েছে।

b) Reflexive Pronoun : একই ব্যক্তিকে বোঝানোর জন্য কিছু Pronoun এর শেষে self (Singular এর জন্য) / selves (Plural এর জন্য) যুক্ত করলে সেটা Reflexive pronoun হয়। যেমন- Myself, Yourself, Himself, Herself, Ourselves, Themselves.

c) Demonstrative Pronoun : এরা বিশেষ করে কোনো Noun কে নির্দেশ করে। যেমন- This, That, These (This এর Plural), Those (That এর Plural)।

d) Indefinite Pronoun : এসব Pronoun দিয়ে অনির্দিষ্ট বা অচেনা ব্যক্তি / বস্তুকে নির্দেশ করা হয়। যেমন- অচেনা ব্যক্তির ক্ষেত্রে One ও Body যুক্ত করে Everyone, Someone, Anyone, No one, Everybody, Somebody, Anybody, No body. আবার অচেনা বস্তুর ক্ষেত্রে Thing যুক্ত করে- Everything, Something, Anything, Nothing.

e) Relative Pronoun : দুটো বাক্যের মধ্যে সম্পর্ক বা Relation তৈরি করে এই Pronoun টি। যেমন- Who, Whose, Whom, Which, That.

f) Interrogative Pronoun : এরা দেখতে ঠিক Relative Pronoun এর মত কিন্তু এদেরকে ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য। যেমন- What, Whose, Who, Whom, Which.

g) Distributive Pronoun : একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রতিটিকে পৃথকভাবে বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়। যেমন- Each, Either, Neither.

h) Reciprocal Pronoun : একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে এই Pronoun ব্যবহার করা হয়। এরা হচ্ছে- Each Other, One Another.

এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ছক দেখি যেখানে 1st Person, 2nd Person এবং 3rd Person এর জন্য Pronoun এর Subjective Pronoun, Objective Pronoun, Possessive Pronoun, Reflexive Pronoun এর রূপ কেমন হয় সেটা দেখবো। তবে এই ছকে এক্সট্রা একজন থাকবে যার নাম Possessive Adjective. এদেরকে দেখতে Pronoun এর মত মনে হলেও এরা আসলে Pronoun না। Adjective শেখার সময় আমরা তাদেরকে চিনবো।

 

Subjective Pronoun

Objective Pronoun

Adjective (কিন্তু দেখতে Pronoun এর মত)

Possessive Pronoun

Reflexive Pronoun

1st Person

I

We

Me

Us

My

Our

Mine

Ours

Myself

Ourselves

2nd Person

You

You

Your

Yours

Yourself or Yourselves

3rd Person

He

She

They

It

One

Who

Everyone / Someone / Anyone / No one / Everybody / Somebody / Nobody / Anybody / Each / Either / Neither

Him

Her

Them

It

One

Whom

His

Her

Their

Its

One’s

Whose

His / Her

His

Her

Theirs

Its

Himself

Herself

 

 

Oneself

 

Subject হিসেবে Pronoun যেভাবে বসে

আমরা এবার Pronoun নিয়ে কিছু মজার নিয়ম জানবো, কিন্তু কন্ডিশন হচ্ছে আমরা এক্ষেত্রে Pronoun কে Subject হিসেবে বসাবো।

a) Subject হিসেবে সবসময় Pronoun এর Subjective রূপটা বসে। উপরের ছক থেকে Subjective pronoun গুলোকে দেখে নাও। তারপর নিচের উদাহরণ গুলো দেখো-

We boys are go to the school. (আমরা ছেলেরা স্কুলে যাই)

Who among from you are from Dhaka? (তোমাদের মধ্যে কারা ঢাকা থেকে এসেছো?)

Everybody loves his life. (প্রত্যেকে তার জীবনকে ভালোবাসে)

b) যদি একটা বাক্যের Subject – এ 1st Person, 2nd Person, 3rd Person একসাথে কিংবা দুটো করে থাকে তবে তারা 231 ক্রমানুসারে বসবে। যেমন-

You & He are friends.

He & I are honest.

You, he & I will go there.

কিন্তু বাক্যে যদি দোষ স্বীকার করা বা Negative Sense এর কথা বলা থাকে তখন Pronoun গুলোকে 123 ক্রমানুসারে সাজাতে হবে। যেমন-

I, you & he are responsible for this loss.

I & he committed the crime.

তবে আরেকটা মজার ব্যতিক্রম আছে। যদি 1st person, 2nd person এবং 3rd person এর মধ্যে যেকোনো একজন যদি plural pronoun হয়, তবে নিশ্চিন্তে সেটা 123 সিকুয়েন্স অনুসরণ করবে, বাক্যে দোষ থাকুক বা না থাকুক। উদাহরণটা দেখো-

We, you & he are going to market.

I, you & they will visit the museum.

We, you & they will visit the USA.

c) be verb + Subjective Pronoun হয় সবসময়। চলো অর্থসহ কিছু উদাহরণ দেখি-

It is she who is clever. (সেই চালাক)

It is I who am your doctor. (আমিই তোমার ডাক্তার)

It is he whom I saw yesterday. (এটা সেই যাকে আমি গতকাল দেখেছি)

একইভাবে, Than / As well as / As…as / So…as + Subjective Pronoun বসে। যেমন-

Sayfa is as tall as I.

I’m more brilliant than She.

Sayfa is older than He.

 

Object হিসেবে Pronoun যেভাবে বসে

Object হিসেবে Pronoun এর objective form বসে। যেমন- Me, Him, Her, Them. এবার চলো কিছু মজার নিয়ম শিখি যেখানে pronoun objective হিসেবে বসে।

a) একই বাক্যে 1st person, 2nd person, 3rd person থাকলে আগেরমতই 231 সিকুয়েন্সে pronoun গুলোর objective form বসবে। যেমন-

Sayfa told you, him & me to leave the room.

Nijhum teaches her & me English.

She showed me a photographs.

b) Between / Like / Among / With / Except + Pronoun এর Objective form বসে। যেমন-

Between you & me, I think that sayfa will come.

All of them are happy except me.

He distributed the money among them.

c) একটা সুন্দর নিয়ম মনে রাখো, কোনো বাক্য যদি Let দিয়ে শুরু হয় তবে সেই বাক্যে বসা প্রতিটি pronoun বসবে objective রূপে। যেমন-

Let me go.

Let him & me do the work.

Let you & him go together.

 

Reflexive Pronoun

দুইভাবে Reflexive Pronoun বানানো যায়-

My / Your / Him / Her / It / One + Self বসিয়ে এবং

Our / Your / Them + Selves বসিয়ে বানানো যায়।

মনে রাখবে, Reflexive pronoun দিয়ে Subject এবং Objective একই বস্তু / ব্যক্তিকে বোঝায়। চলো অর্থ সহ কিছু উদাহরণ দেখি-

He killed himself. (সে নিজেকে মেরে ফেলেছে)

Sayfa controlled herself. (সাইফা নিজেকে নিয়ন্ত্রণ করেছে)

I cut myself. (আমি নিজেকে কেটে ফেলেছি)

এবার একটা মজার জিনিস শেয়ার করি। একটা বাক্যে নির্দিষ্ট কিছু Verb থাকলে সেক্ষেত্রে Reflexive pronoun বসে। একটা গল্পের মাধ্যমে চলো সেগুলো জেনে ফেলি-

এক গুন্ডার সাথে একটা মেয়ের পরিচয় (Introduce) হয়। একদিন তারা হাত ধরে (Avail) পার্কে ঘুরতে যায়। কিছুক্ষণ পর লোকজনের অনুপস্থিতিতে (Absent) হঠাৎ মেয়েটা ঝগড়া শুরু করে। গুন্ডাটা নিজেকে নিয়ন্ত্রণ (Control) করতে না পেরে মেয়েটিকে মেরে (Kill) ফেলে। মেয়েটিকে কষ্ট (Hurt) দিয়ে গুন্ডাটা সেটা উপভোগ (Enjoy) করে।

এবার কিছু উদাহরণ দেখি যেগুলোতে উপরের গল্পে লেখা Verb গুলো আছে-

Control yourself, Sayfa!

Sayfa introduced herself to other guests.

Nijhum availed herself of the opportunity.

আবার Noun / Pronoun এর উপর জোর খাটানোর জন্যও Reflexive pronoun ব্যবহার করা হয়। চলো অর্থসহ কিছু উদাহরণ দেখি-

I myself found him. (আমি নিজেই তাকে খুঁজে পেয়েছিলাম)

I met sayfa myself. (আমি নিজেই সাইফার সাথে দেখা করেছিলাম)

We ourselves has done the work. (আমরা নিজেরাই কাজটা করেছি)

 

Demonstrative Pronoun

This, That, These, Those কে Demonstrative pronoun বলে। এগুলো ব্যবহার করে নিকটবর্তী, দূরবর্তী, বর্তমান, ভবিষ্যৎ, অতীতকে নির্দেশ করা হয়। মনে রাখবে-

This (এটা) + Countable Singular Noun / Uncountable Noun বসে

That (ওটা) + Countable Singular Noun / Uncountable Noun বসে

These (এগুলা) + Countable Plural Noun বসে

Those (ওগুলা) + Countable Plural Noun বসে

চলো কিছু উদাহরণ দেখি-

This is my pen.

That is my pen.

These are my pens.

Those are my pens.

কিন্তু এখানে একটা ঝামেলা আছে। যদি এই চারটি pronoun কোনো Noun এর আগে বসে তবে তারা Adjective হিসেবে কাজ করে। (এই Adjective দের নাম Demonstrative Adjective, এদের নিয়ে Adjective চ্যাপ্টারে জানবো)।

চলো আরো কিছু উদাহরণ দেখি-

This is my Dress. (This হচ্ছে Pronoun)

This book is too informative. (This + Noun থাকায় হচ্ছে Adjective)

Those are the students from Dhaka. (Those হচ্ছে Pronoun)

Those cats are crying for food. (Those হচ্ছে Adjective, কারন Those + Noun বসেছে এখানে)

 

Indefinite Pronoun

যেসব ব্যক্তি / বস্তুকে চেনা যায় না, সেসব অচেনা মানুষ / বস্তুকে যে Pronoun দিয়ে প্রকাশ করা হয় তারাই Indefinite Pronoun বলে।

মনে রাখবে সকল ধরনের indefinite pronoun গুলো singular, তাই- Indefinite pronoun + Singular Verb বসে। কয়েকটা indefinite pronoun হচ্ছে-

অচেনা ব্যক্তির ক্ষেত্রে One ও Body যুক্ত করে Everyone, Someone, Anyone, No one, Everybody, Somebody, Anybody, No body.

আবার অচেনা বস্তুর ক্ষেত্রে Thing যুক্ত করে- Everything, Something, Anything, Nothing.

চলো কিছু উদাহরণ দেখে ফেলি-

Every mother loves her child.

Each of the girls is present.

Something is better then nothing.

Nobody speaks the truth.

Sayfa’s everything is good.

 

Destructive Pronoun

এই pronoun দিয়ে একজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়। যেমন-

Each : প্রত্যেকে

Either : দুজনের একজন / দুটির একটি

Neither : দুজনের কেউ না / দুটির কোনোটিই না

Each / Either / Neither এরা নিজেরা Singular বলে এদের পর Singular Verb বসে। চলো কিছু উদাহরণ দেখি-

Each of them was present in the meeting.

Either she or I am responsible for this.

Neither sayfa nor nijhum writers the book.

মাথা ঠান্ডা করে মনে রাখো-

One of / Each of + two যুক্ত শব্দ বাদে আর সব ধরনের plural noun বসে + Verb Singular হয়। যেমন-

One of / Each of the boys is absent from the class. (সঠিক)

One of / Each of the five girls is present there. (সঠিক)

One of / Each of the two boys is walking. (এটা ভুল)

আবার, Either of / Neither of + two যুক্ত শব্দ বসবে কিংবা three / four / five / six বাদে আর সব ধরনের plural noun বসবে + Verb Singular হবে। যেমন-

Either of / Neither of the boys is absent from the class. (সঠিক)

Either of / Neither of the two boys is walking. (সঠিক)

Either of / Neither of the five girls is present there. (এটা ভুল)

তাহলে ঠান্ডা মাথায় মনে রাখো-

দুজন ব্যক্তি / বস্ত থেকে একটাকে বাছাই করতে হলে One of / Each of ব্যবহার করা যায় না, Either of / Neither of ব্যবহার করতে হয়।

 

Reciprocal Pronoun

একাধিক ব্যক্তি / বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় এই Pronoun গুলো। মাত্র দুটো reciprocal pronoun পাওয়া যায়, এগুলো হচ্ছে- Each Other (দুটি ব্যক্তি / বস্তুর মধ্যে পরস্পর বোঝায়) এবং One Another (দুটির বেশি ব্যক্তি / বস্তুর মধ্যে পরস্পর বোঝায়)। চলো কিছু উদাহরণ দেখি-

Neither of them call each other. (তাদের দুজনেই কেউই কাউকে ডাকে না)

Sayfa, Nijhum & Nafi love one another. (সাইফা, নিঝুম এবং নাফি একে অপরকে ভালোবাসে)

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com

Emtiaz Khan

A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teach & research about unknown information.