Rectifier কী?
সেমিকন্ডাক্টর ডায়োড গুলোকে মূলত রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। আমাদের বাসাবাড়িতে 220V ভোল্টেজের এবং 50Hz ফ্রিকোয়েন্সির AC current আসে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশিরভাগ ইলেকট্রনিক ডিজাইস গুলো DC কারেন্টে চলে। আমরা দুভাবে একটা ইলেকট্রনিক ডিভাইসকে চালাতে পারি-
- Battery ব্যবহার করে, কিংবা
- এমন একটা মেকানিজম ব্যবহার করে যার মাধ্যমে AC current টা DC current-এ কনভার্ট হয়।
কিন্তু ব্যাটারি ব্যবহার করে টিভি, এসি এগুলো চালানো অনেক খরচ। তাই AC current কে কোনো না কোনোভাবে DC কারেন্টে কনভার্ট করা লাগবে। বাসাবাড়িতে আসা কারেন্টকে AC থেকে DC তে কনভার্ট করার জন্য যে ডিভাইসটা কাজ করে তার নাম রেকটিফায়ার।
যে ডিভাইসটি DC current বা DC voltage কে AC current বা AC voltage-এ কনভার্ট করে তাকে রেকটিফায়ার বলে। রেকটিফায়ার যে কাজ করে তাকে Rectification বা একমুখীকরণ বলে।
রেকটিফায়ার যেকোনো AC Voltage বা AC Current কে DC voltage বা DC Current-এ কনভার্ট করে। আমরা একটা AC voltage এর গ্রাফ দেখি যেটি একটা +ve half cycle এবং একটা -ve half cycle নিয়ে তৈরি হয়েছে-
এই AC voltage কে যদি কোনো রেকটিফায়ার দিয়ে চালনা করানো হয় তবে দুই ধরনের আউটপুট পাওয়া যাবে। এক ধরনের আউটপুটে পরপর অনেকগুলো +ve half cycle পাওয়া যাবে এবং আরেক ধরনের আউটপুটে একটা +ve half cycle এবং একটা ফাঁকা জায়গা যুক্ত স্থান পাওয়া যাবে। নিচের ছবিতে দেখো-
মনে রাখতে হবে, AC voltage বা AC current কে কোনো রেকটিফায়ার দিয়ে চালনা করলে যে আউটপুট পাওয়া যাবে সেটা সবসময় +ve half cycle যুক্ত waveform হবে। রেকটিফায়ারের আউটপুট কখনোই -ve half cycle যুক্ত waveform দেয় না। অর্থাৎ রেকটিফায়ার সবসময় AC voltage বা AC current থেকে +ve half cycle অংশটি নেয় এবং সেটাকে DC voltage বা DC current এ কনভার্ট করে।
তবে রেকটিফায়ার থেকে কখনোই 100% pure DC voltage বা DC current পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে AC এবং DC এর মিশ্রিত মান। এই ধরনের AC+DC voltage বা current কে Pulsating DC বলে। নিচের ছবিতে দেখো-
রেকটিফায়ার সার্কিটের প্রকারভেদ
রেকটিফায়ার সার্কিট দুই প্রকার –
1. Half Wave Rectifier : এই ধরনের রেকটিফায়ার দিয়ে AC current বা AC voltage কে ইনপুট হিসেবে দিলে সেটার +ve half cycle গুলো আউটপুট হিসেবে বের হবে, -ve half cycle গুলো আউটপুটে আসবে না। নিচের ছবিতে একটা half wave rectifier এর input-output waveform দেখানো হয়েছে-
2. Full Wave Rectifier : এই ধরনের রেকটিফায়ার দিয়ে AC current বা AC voltage কে ইনপুট হিসেবে দিলে সেটার +ve এবং -ve দুটো half cycle আউটপুট হিসেবে বের হবে। নিচের ছবিতে দেখো-
Full wave rectifier দুই ধরনের-
- Full wave bridge rectifier / Wheatstone bridge
- Full wave rectifier with center tapped transformer
নিচে রেকটিফায়ারের প্রকারভেদ্গুলো একটা ডায়াগ্রামের সাহায্যে দেখানো হলো-
Rectifier থেকে যে pulsating DC voltage বা pulsating DC current বের হয় সেটাকে একটা filter circuit দিয়ে চালনা করানো হয়। তখন ফিল্টার সার্কিট পুরোপুরিভাবে সেটাকে 100% DC current বা DC voltage-এ কনভার্ট করে ফেলে। এভাবে আমরা রেকটিফায়ার ব্যবহার করে AC কে DC তে কনভার্ট করতে পারি।
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com
Related posts:
- অপটিক্যাল ফাইবার কাকে বলে
- এনজাইম কি
- কারেন্ট সোর্স
- কার্শফের ভোল্টেজ সূত্র
- ক্যাথোড রে টিউব
- বিভিন্ন প্রকার ক্রিয়া ও প্রতিক্রিয়া
- ব্যাটারির প্যারালাল কানেকশন
- ব্যাটারির সিরিজ কানেকশন
- ব্যান্ডউইথ কি
- ভোল্টেজ সোর্স
- ভোল্টেজের প্যারালাল কানেকশন
- ভোল্টেজের সিরিজ কানেকশন
- মডুলেশন
- মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য
- হুইটস্টোন ব্রীজ