ধরি, A এবং B তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত নিকটবর্তী দুটি বিন্দু। A বিন্দুর বিভব ধরি VA এবং B বিন্দুর তড়িৎ বিভব VB। যদি VA>VB হয়, তবে বিভব পার্থক্য হবে = VA – VB
এখন A এবং B বিন্দু কাছাকাছি হওয়ায় বিন্দু দুটিতে তড়িৎ প্রাবল্যের মান প্রায় একই ধরা যায়। ধরে নিলাম এই প্রাবল্যের মান = E
এখন একক ধনাত্নক চার্জকে B থেকে A বিন্দুতে আনতে যে কাজ করতে হবে তার পরিমাণ
= প্রাবল্য x দুরত্ব
= E x AB
কিন্তু একক ধনাত্নক চার্জকে B থেকে A বিন্দুতে আনতে যে কাজ করা লাগে সেই কাজের পরিমাণ ওই বিন্দু দুটির বিভব পার্থক্যের সমান। তাহলে-
বিভব পার্থক্য = কাজের পরিমান
E x AB = (VA – VB)
or, E = (VA – VB) / AB
or, E = (VA – VB) / r (ধরি AB = r দুরত্ব)
or, E = V / r
ক্যালকুলাস ব্যবহার করে মত একে লিখা যায়-
E = – dV / dr
এখানে ঋণাত্নক চিহ্ন নির্দেশ করে যে, বিভবকে বাড়ার জন্য একটি ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সরণ ঘটাতে হবে। এই সমীকরণ থেকে বলা যায় যে, বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য ঐ বিন্দুতে সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারের সমান।
এখানে dV / dt কে বিভবের নতিমাত্রা (Potential gradient) বলে। সেইসাথে তড়িৎ প্রাবল্য E এর S.I. একক- ভোল্ট / মিটাম (V/m) এবং অন্য একটা একক- নিউটন / কুলম্ব (N/C)।
‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তোমরা যা করো আল্লাহ তা সম্মুখ অবগত।’ (আল-কুরআন, সূরা : মুজাদালা)
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- গ্যাসের আংশিক চাপ ও মোল ভগ্নাংশের সম্পর্ক (Relation Between Partial Pressure and Mole Fraction of a Gas)
- গ্যাসের আংশিক চাপ ও মোল ভগ্নাংশের সম্পর্ক (Relation Between Partial Pressure and Mole Fraction of a Gas)
- চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা (Number of Electric Lines of Force Radiated From a Point Charge)
- টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক কি?
- তড়িৎ ক্ষেত্র (Electric Field)
- তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য (Electric Field Intensity)
- তড়িৎ ধারকত্ব (Electric Capacity)
- তড়িৎ বলরেখা (Electric Lines of Force)
- তড়িৎ বলের উপরিপাতন নীতি (Superposition Principle of Electric Force)
- তড়িৎ বিভব (Electric Potential)
- পরমাণুতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যার সম্পর্ক (Relation of number of Protons, Electrons and Neutrons in an Atom)
- বিভব পার্থক্য (Potential Difference)
- বিভব পার্থক্য ও তড়িচ্চালক বলের পার্থক্য (Difference between Voltage & Electromotive Force)
- সমবিভব তল (Equipotential Surface)
- সালোকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কী?