আপেক্ষিক গুরুত্ব

কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব বা Relative density বলতে সমআয়তনের কোনো প্রমাণ বস্তুর তুলনায় সেটি কত ভারী তা বুঝানো হবে। 4°C তাপমাত্রার সমআয়তন পানিকে প্রমাণ বস্তু ধরা হয়। 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি বলে পানিকে প্রমাণ বস্তু হিসেবে ধরা হয়।

কোনো বস্তুর ওজন ও 4°C তাপমাত্রার সমআয়তন পানির ওজনের অনুপাতকে বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে।

কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব

S = বস্তুর ওজন / 4°C তাপমাত্রার সমআয়তন পানির ওজন 

= V আয়তন বস্তুর ওজন / 4°C তাপমাত্রার V সমআয়তন পানির ওজন

= V আয়তন বস্তুর ভর x g / 4°C তাপমাত্রার V সমআয়তন পানির ভর x g 

= বস্তুর একক আয়তনের ভর / 4°C তাপমাত্রার একক আয়তনের পানির ভর

= বস্তুর ঘনত্ব / 4°C তাপমাত্রার পানির ঘনত্ব

যদি বস্তুর ঘনত্ব ρ এবং 4°C তাপমাত্রার পানির ঘনত্ব ρw হয় তাহলে,

S = ρ / ρw

সুতরাং দেখা যাচ্ছে যে, কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব বলতে 4°C তাপমাত্রার পানির ঘনত্বের সাপেক্ষে বস্তুর ঘনত্বকে বুঝায়। তাই আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব (Relative density) বলা হয়।

মাত্রা ও একক : একই জাতীয় দুটি রাশির অনুপাত বলে আপেক্ষিক গুরুত্বের কোনো একক বা মাত্রা নাই। সমীকরণ থেকে কোনো বস্তুর ঘনত্ব ρ =S x ρw

অর্থাৎ, কোনো বস্তুর Relative density কে পানির ঘনত্ব দিয়ে গুণ করলে ঐ বস্তুর ঘনত্ব পাওয়া যায়। এস. আই. এককে বস্তুর ঘনত্ব এর আপেক্ষিক গুরুত্বের 1000 গুণ।

ঘনত্ব কাকে বলে

আপেক্ষিক গুরুত্বের ওপর তাপমাত্রার প্রভাব

আমরা জানি বস্তুর Relative density বলতে সমআয়তন 4°C তাপমাত্রার পানি অপেক্ষা বস্তুটি কত ভারী তা বুঝায় । তাই Relative density নির্ণয় করতে হলে বস্তুর ওজনকে 4°C তাপমাত্রার সমআয়তন পানির ওজন দিয়ে ভাগ করতে হয়। কিন্তু আমাদের পরীক্ষাগারে পানির তাপমাত্রা সাধারণত 4° C এ পাওয়া যায় না। প্রকৃত আপেক্ষিক গুরুত্ব পাওয়ার জন্য তাপমাত্রার সংশোধন করতে হয়।

অর্থাৎ, প্রকৃত Relative density = পরীক্ষালব্ধ Relative density × θ°C তাপমাত্রার পানির Relative density।

আপেক্ষিক গুরুত্বের প্রয়োজনীয়তা

কোনো বস্তুর Relative density জানা থাকলে বস্তুটি পানিতে ডুববে না ভাসবে তা সহজে বুঝা যায়। যদি বস্তুটি পানির চেয়ে হালকা হয়, তাহলে ভাসমান অবস্থায় এর কত অংশ পানিতে নিমজ্জিত হবে তাও জানা যায়।

যেহেতু প্রতিটি পদার্থের একটা সুনির্দিষ্ট Relative density আছে তাই কোনো বিশেষ বস্তু কোন পদার্থ দিয়ে তৈরি আপেক্ষিক গুরুত্ব থেকে তা জানা যায়। কোনো বস্তু বিশুদ্ধ না ভেজাল মিশ্রিত আপেক্ষিক গুরুত্ব জেনে তা নির্ণয় করা যায়।