Relative Pronoun

দুটো sentence এর মধ্যে সম্পর্ক তৈরির জন্য WH Word ব্যবহার করা হলে তাকে Relative Pronoun বলে। কয়েকটি Relative pronoun হচ্ছে-

Who, Whom, Which, What, When, Whose, How, That.

এবার চলো কিছু Relative Pronoun নিয়ে বিস্তারিত জানি-

 

Who (কাকে / কাদেরকে) / Whom (যাকে / যাদেরকে)

এই দুটো structure মনে রাখো-

ব্যক্তি + Who + Verb…

ব্যক্তি + Whom + Subject…

আরো মনে রাখো Whom হচ্ছে Who এর objective form. এবার অর্থসহ কিছু উদাহরণ দেখি-

The girl who are walking on the road is my wife. (যে মেয়েটা রাস্তা দিয়ে হেটে যাচ্ছে সে আমার স্ত্রী)

This is the girl whom you saw is my wife. (এই মেয়েটাই আমার স্ত্রী যাকে তুমি দেখেছিলে)

Sayfa knows the boy who called her. (যে ছেলেটা তাকে ডেকেছিলো সাইফা তাকে চিনে)

This is the boy whom sayfa saw in the market. (এটাই সেই ছেলে যাকে সাইফা মার্কেটে দেখেছিলো)

তবে Whom এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়। যেমন-

যদি Subject + 2 টা Verb বসে (একটা Main Verb আরেকটা Auxiliary Verb) তবে এই combination এর আগে Whom না বসিয়ে Who বসাতে হবে। যেমন-

This is Sayfa who I know is a good teacher. (এই হচ্ছে সাইফা যাকে আমি একজন ভালো শিক্ষক হিসেবে চিনি)

Sayfa helps the girl who I think is a brilliant person. (সাইফা যে মেয়েটকে সাহায্য করে আমি মনে করি সেই মেয়েটা একজন মেধাবী ব্যক্তি)

The Power of That (That এর ক্ষমতা)!

পরিক্ষায় দেওয়া প্রশ্নে যদি Who / Whom অপশনে না থাকে তবে সে জায়গায় that বসাতে হবে তোমাকে। এতে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন উপরের উদাহরণ গুলোর মধ্যে যদি আমরা that বসাই, তবে অর্থ যা আছে তাই থাকবে! এটাই হচ্ছে That এর বিশাল ক্ষমতা!

The girl that are walking on the road is my wife.

This is the girl that you saw is my wife.

Sayfa knows the boy that called her.

This is the boy that sayfa saw in the market.

 

Whoever (যে কেউ / যেই হোক) / Whomever (যাকেই)

এই দুটো structure মনে রাখো-

Whoever + Verb…

Whomever + Subject…

অর্থসহ কিছু উদাহরণ দেখি-

Give this pen whoever looks brilliant. (যাকে দেখতে মেধাবী মনে হয় কলমটা তাকেই দাও)

Whomever sayfa loves will marry her. (যাকেই সাইফা ভালোবাসে, সে তাকে বিয়ে করবে)

 

Which (যেটি)

প্রথমেই মনে রাখো-

Which দিয়ে বস্তু / ছোট শিশু / ইতর প্রাণিকে নির্দেশ করা হয়।

এবার এই দুটো Structure মনে রাখো-

বস্তু / ছোট শিশু / ইতর প্রাণি + Which + Verb

বস্তু / ছোট শিশু / ইতর প্রাণি + Which + Subject + Verb

অর্থসহ কিছু উদাহরণ দেখি-

Sayfa saw a baby which was crying. (যে শিশুটি কান্না করছিলো, সাইফা তাকে দেখছিলো)

This is the book which sayfa wants. (এটা সেই বই যেটা সাইফা চাচ্ছে)

Sayfa followed the dog which attacked her. (যে কুকুরটি সাইফাকে আক্রমণ করেছিলো, সাইফা সেটিকে অনুসরণ করছিলো)

I bought this television which my wife wanted. (আমি সেই টেলিভিশন কিনেছিলাম যেটা আমার স্ত্রী চেয়েছিলো)

The Power of That (That এর ক্ষমতা)!

পরিক্ষায় দেওয়া প্রশ্নে যদি Which অপশনে না থাকে তবে সে জায়গায় that বসাতে হবে তোমাকে। এতে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন উপরের উদাহরণ গুলোর মধ্যে যদি আমরা that বসাই, তবে অর্থ যা আছে তাই থাকবে! এটাই হচ্ছে That এর বিশাল ক্ষমতা!

Sayfa saw a baby that was crying.

This is the book that sayfa wants.

Sayfa followed the dog that attacked her.

I bought this television that my wife wanted.

 

Whose (যার / কার)

এই structure টি মনে রাখো-

ব্যক্তি / বস্তু + Whose + Noun + Verb…

অর্থসহ কিছু উদাহরণ দেখি-

Sayfa doesn’t know whose book it is. (সাইফা জানে না এটা কার কলম)

Nijhum comes to a home whose walls are made of rocks. (নিঝুম একটা বাড়িতে এসেছে যার দেওয়ালগুলো পাথর দিয়ে বানানো)

Sayfa meet a signer whose song is famous to all. (সাইফা একজন গায়কের সাথে দেখা করেছে যার গান সবার কাছে জনপ্রিয়)

 

All of whom / Many of whom / All of them (যাদের সবাই / তাদের সবাই)

কোনো বাক্যের প্রথম অংশে ব্যক্তি নিয়ে কিছু বলার পর কমা (,) থাকলে কমার পর Relative Pronoun হিসেবে All of whom / Many of whom বসে। যেমন-

Sayfa teaches 5 students, all of whom are brilliant. (সাইফা ৫ জন ছাত্রছাত্রীদের শিক্ষা দেয় যাদের সবাই বুদ্ধিমান)

Or, Sayfa teaches 5 students, many of whom are brilliant.

কিন্তু বাক্যের প্রথম অংশের পর যদি full stop (.) বসে তবে পরের অংশে All of them বসবে। যেমন-

Sayfa teaches 5 students. All of them are brilliant.

 

That (যে / যেটি)

আমরা ইতোমধ্যে That এর সেই সাংঘাতিক ক্ষমতা নিয়ে জেনেছি, যাকে Who / Whom / Which এগুলোর পরিবর্তেও ব্যবহার করা যায়। That নিয়ে শুধু এটুকু মনে রাখবে- এটি বস্তু এবং ব্যক্তি দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়।

This is the movie that everyone is watching.

Sayfa is a girl that paint the picture.

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com

Emtiaz Khan

A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teach & research about unknown information.