কোন কোন কেলাস জলীয় দ্রবণ থেকে গড়ে ওঠার সময় তার প্রতিটি অণুর সঙ্গে নির্দিষ্ট সংখ্যক পানির অণু কেলাসের গঠনের অপরিহার্য অংশ হিসেবে যুক্ত হয়ে থাকে। এদেরকে সোদক কেলাস বা হাইড্রেট বলে। যেমন- তুঁতে বা ব্লু ভিট্রিয়ল (CuSO4.5H2O)।
Posted inকি কেনো কিভাবে