কিছু কিছু পদার্থ অতি উচ্চ তাপমাত্রায় (104–105) আয়নিত অবস্থায় থাকে। একটি গ্যাসকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে বা উচ্চ বৈদ্যুতিক বিভব প্রয়োগ করা হলে প্লাজমা অবস্থা সৃষ্টি হয়। এ সময় কণাগুলো চার্জযুক্ত হয় এবং প্রচন্ড গতি লাভ করে। সূর্য এবং অন্যান্য নক্ষত্রে বিদ্যমান পদার্থগুলো প্লাজমা অবস্থার সর্বোৎকৃষ্ট উদাহরণ।
ব্যবহার- নিয়ন আলো, প্রতিপ্রভ বাতি, লেজার রশ্মিতে প্লাজমা অবস্থার ব্যবহার রয়েছে।