এ সূত্রটিকে নির্দিষ্ট অনুপাত সূত্র বা নির্দিষ্ট সংযুক্তির সুত্রও বলা হয়। ফরাসি রসায়নবিদ প্রাউস (Joseph Louis Proust) ১৭৯৯ সালে সূত্রটি প্রকাশ করেন। এ সূত্রটি নিম্নরূপে বিবৃত করা যায়-
উৎস যাই হোক না কেন, একই যৌগে একই মৌলসমূহ তাদের ভরের একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত থাকে। যেমন- নদী, পুকুর, সমুদ্র ইত্যাদি থেকে অথবা হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক ক্রিয়ায় আমরা পানি পেতে পারি। কিন্তু পানির উৎস যাই হোক না কেন, পানিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে, পানিতে কেবল হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এবং 9.0 ভাগ ভরের পানিতে 1.0 ভাগ হাইড্রোজেন এবং 8.0 ভাগ অক্সিজেন বিদ্যমান। অর্থাৎ বিশুদ্ধ পানিতে ভর অনুসারে সর্বদা 11.1% হাইড্রোজেন ও 88.9% অক্সিজেন থাকে। যৌগে মৌলসমূহের অনুপাত স্থির থাকে বলে এ সূত্রকে স্থিরানুপাত সূত্র বলা হয়।
গাণিতিক সমস্যা
বিভিন্ন প্রণালিতে প্রস্তুত তিনটি সিলভার ক্লোরাইডের বিশ্লেষণ হতে নিম্নলিখিত উপাত্ত পাওয়া গেল। দেখাও যে, উক্ত উপাত্ত স্থিরানুপাত সূত্রকে সমর্থন করে।
উৎপন্ন সিলভার ক্লোরাইডের ভর (গ্রাম)
১ম নমুনা : 72.135
২য় নমুনা : 92.777
৩য় নমুনা : 121.471
সিলভারের ভর (গ্রাম)
১ম নমুনা : 54.325
২য় নমুনা : 69.867
৩য় নমুনা : 91.462
সমাধান
১ম নমুনা : AgCl এ ক্লোরিনের ভর = (72.135 -54.3259)g = 17.810g
এখন, 17.810g ক্লোরিনের সঙ্গে সংযুক্ত সিলভারের ভর = 54.325g
বা, 1g ক্লোরিনের সঙ্গে সংযুক্ত সিলভারের ভর = (54.325 / 17.810)g
= 3.05g
সুতরাং, ১ম নমুনায় ক্লোরিন ও সিলভারের ভরের অনুপাত 1 : 3
২য় নমুনা : AgCl এ ক্লোরিনের ভর = (92.777 – 69.867)g = 22.910g
এখন, 22.910g ক্লোরিনের সঙ্গে সংযুক্ত সিলভারের ভর = 69.867g
বা, 1g ক্লোরিনের সঙ্গে সংযুক্ত সিলভারের ভর = (69.867 / 22.910)g
= 3.05g
সুতরাং, ২য় নমুনায় ক্লোরিন ও সিলভারের ভরের অনুপাত 1 : 3
৩য় নমুনা : AgCl এ ক্লোরিনের ভর= (121.471 – 91.462)g
= 30.099g
এখন, 30.099g ক্লোরিনের সংঙ্গে সংযুক্ত সিলভারের ভর = 91.462g
বা, 1g ক্লোরিনের সঙ্গে সংযুক্ত সিলভারের ভর = (91.462 / 30.099)g
= 3.05g
সুতরাং, ৩য় নমুনায় ক্লোরিন ও সিলভারের ভরের অনুপাত 1 : 3
অতএব, উপরিউক্ত গণনায় দেখা যায় যে, প্রতিটি নমুনায় ক্লোরিন ও সিলভারের ভরের অনুপাত হল 1 : 3 এবং এটি নির্দিষ্ট। সুতরাং প্রদত্ত উপাত্ত স্থিরানুপাত সূত্রকে সমর্থন করে।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- অ্যাভোগাড্রোর সূত্র
- গুণানুপাত সুত্র
- গে-লুস্যাকের গ্যাস আয়তন সূত্র
- গে-লুস্যাকের গ্যাসের চাপের সূত্র
- গ্যাস আয়তন সূত্র
- গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসীয় সূত্র সমূহের উপপাদন
- চার্লসের সূত্র
- ডালটনের আংশিক চাপ সূত্র
- নিউটনের মহাকর্ষ সূত্র
- বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয়
- বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়
- বিপরীত অনুপাত সূত্র
- মৌলের প্রতীক ও সংকেত
- যৌগের আণবিক সংকেত হতে শতকরা সংযুতি গণনা
- রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া