কুলম্বের সূত্রে দুটি চার্জের মধ্যে কাজ করা বল নিয়ে আলোচনা করা হয়েছে। এখন একটি চার্জ যদি অনেকগুলো চার্জের মাঝে আবদ্ধ থাকে কিংবা ওই চার্জের আশেপাশে অনেক চার্জ থাকে, তবে ঐ চার্জের উপর ক্রিয়াশীল নীট (resultant) বল কাজ করে। এ নীট বল বের করতে হলে প্রত্যেকটি চার্জকে ওই চার্জের সাথে এমনভাবে ধরতে হয় যেন অন্য চার্জগুলো অনুপস্থিত রয়েছে। এরকমভাবে প্রত্যেকটি চার্জের জন্য বল নির্ণয় করে তাদের ভেক্টর যোগফল করলে হবে ওই চার্জের উপর ক্রিয়াশীল নীট বল। বলের এই ধরণের নীতিকে বলের উপরিপাতন নীতি বলে।
ধরা যাক, তিনটি ধনাত্মক চার্জ Q, q1, q2 কাছাকাছি অবস্থান করছে। যেহেতু তারা ধনাত্মক চার্জ, তাই তারা একে অপরকে বিকর্ষণ করবে। আমরা Q চার্জের উপর q1 ও q2 এর জন্য তৈরি বিকর্ষণ বল বের করব।
প্রথমে q1 চার্জের জন্য Q-এর উপর কাজ করা বল F1-এর মান ও দিক নির্ণয় করবো। তারপর q2 চার্জের জন্য Q-এর উপর কাজ করা বল F2-এর মান ও দিক বের করবো। এবার Q-এর উপরে লব্ধি বা নীট বল F হবে F1 ও F2 বল দুটোর ভেক্টর যোগফলের সমান। অর্থাৎ-
F = F1 + F2
খেয়াল করে দেখো, q3 এর উপর q1 এর ক্রিয়াশীল বল বের করার সময় q2 কে অনুপস্থিত ধরা হয়েছে। আবার q3 এর উপর q2 এর ক্রিয়াশীল বল বের করার সময় q1 কে অনুপস্থিত ধরা হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করে যে কোনো সংখ্যক চার্জের জন্য কোনো একটি চার্জের উপরে ক্রিয়াশীল নীট বল বের করা যায়।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- আধানের নিত্যতা এবং কোয়ান্টায়ন
- কুলম্বের সূত্র
- চার্জের তল ঘনত্ব
- তড়িৎ আবেশ
- তড়িৎ ক্ষেত্র
- তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য
- তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক
- তড়িৎ বলরেখা
- তড়িৎ বিভব
- পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদ্যতা
- বিদ্যুৎ প্রবাহ
- বিভব পার্থক্য
- বিভিন্ন ধরণের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ
- সমান্তরাল পাত ধারক
- স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে চার্জিতকরণ