কুলম্বের সূত্রে দুটি চার্জের মধ্যে কাজ করা বল নিয়ে আলোচনা করা হয়েছে। এখন একটি চার্জ যদি অনেকগুলো চার্জের মাঝে আবদ্ধ থাকে কিংবা ওই চার্জের আশেপাশে অনেক চার্জ থাকে, তবে ঐ চার্জের উপর ক্রিয়াশীল নীট (resultant) বল কাজ করে। এ নীট বল বের করতে হলে প্রত্যেকটি চার্জকে ওই চার্জের সাথে এমনভাবে ধরতে হয় যেন অন্য চার্জগুলো অনুপস্থিত রয়েছে। এরকমভাবে প্রত্যেকটি চার্জের জন্য বল নির্ণয় করে তাদের ভেক্টর যোগফল করলে হবে ওই চার্জের উপর ক্রিয়াশীল নীট বল। বলের এই ধরণের নীতিকে বলের উপরিপাতন নীতি বলে।
ধরা যাক, তিনটি ধনাত্মক চার্জ Q, q1, q2 কাছাকাছি অবস্থান করছে। যেহেতু তারা ধনাত্মক চার্জ, তাই তারা একে অপরকে বিকর্ষণ করবে। আমরা Q চার্জের উপর q1 ও q2 এর জন্য তৈরি বিকর্ষণ বল বের করব।
প্রথমে q1 চার্জের জন্য Q-এর উপর কাজ করা বল F1-এর মান ও দিক নির্ণয় করবো। তারপর q2 চার্জের জন্য Q-এর উপর কাজ করা বল F2-এর মান ও দিক বের করবো। এবার Q-এর উপরে লব্ধি বা নীট বল F হবে F1 ও F2 বল দুটোর ভেক্টর যোগফলের সমান। অর্থাৎ-
F = F1 + F2
খেয়াল করে দেখো, q3 এর উপর q1 এর ক্রিয়াশীল বল বের করার সময় q2 কে অনুপস্থিত ধরা হয়েছে। আবার q3 এর উপর q2 এর ক্রিয়াশীল বল বের করার সময় q1 কে অনুপস্থিত ধরা হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করে যে কোনো সংখ্যক চার্জের জন্য কোনো একটি চার্জের উপরে ক্রিয়াশীল নীট বল বের করা যায়।
‘তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর (ঘর) মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাঁধা দেয় এবং এর বিনাশসাধনে প্রয়াসী হয়?’ (আল-কুরআন, সূরা : বাকারা)
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- আধান – Electric Charge
- কুলম্বের সূত্র (Coulomb’s law)
- ঘাত বল ও বলের ঘাত (Impulsive Force & Impulse of a Force)
- চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা (Number of Electric Lines of Force Radiated From a Point Charge)
- তড়িৎ আবেশ (Electrostatic Induction)
- তড়িৎ ক্ষেত্র (Electric Field)
- তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য (Electric Field Intensity)
- তড়িৎ ধারকত্ব (Electric Capacity)
- তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক (Relation between Electric Intensity and Electric Potential)
- তড়িৎ বলরেখা (Electric Lines of Force)
- তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ (Flow of Current or Electricity)
- তড়িৎ বিভব (Electric Potential)
- তড়িৎ সংক্রান্ত ইলেকট্রন মতবাদ (Electron theory Relating Electricity)
- বলের ধারণা (Concept of Force)
- বিভব পার্থক্য ও তড়িচ্চালক বলের পার্থক্য (Difference between Voltage & Electromotive Force)