নিউটনের তৃতীয় সূত্র

নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে- প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ামূলক বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়ামূলক বল রয়েছে। এই সূত্রকে বস্তুসমূহের মধ্যে বলের পারস্পরিক ক্রিয়ার…

নিউটনের সূত্র

নিউটনের সূত্র নিয়ে  ১৬৮৭ সালে স্যার আইজ্যাক নিউটন তার গ্রন্থ "ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা" তে গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য তিনটি সূত্র লিখেছিলেন। এই তিনটি সূত্র নিয়ে আমরা…