পরিবাহীর রোধ তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার পরিবর্তনের সাথে রোধের পরিবর্তন রোধের তাপমাত্রা বা উষ্ণতা গুণাংক দ্বারা প্রকাশ করা হয়। প্রতি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য একক রোধ সম্পন্ন কোনো পরিবাহীর রোধের যে পরিবর্তন হয় তাকে উক্ত পরিবাহীর রোধের তাপমাত্রা বা উষ্ণতা গুণাঙ্ক বলে।
যদি 0°C তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ R0 এবং t°C তাপমাত্রায় এর রোধের মান Rt হয়, তবে রোধের তাপমাত্রা বা সহগ α হবে,
α = (Rt – R0) / R0 t
or, (Rt – R0) = α R0
or, Rt = R0 + α R0 t
or, Rt = R0 (1 + α t)
তাপমাত্রা গুণাঙ্কের একক (°C) বা (K-1)।
“অ্যালুমিনিয়ামের রোধের তাপমাত্রা গুণাংক 3.9 × 10-3” বলতে বুঝায় যে 1 Ohm রোধ বিশিষ্ট কোনো অ্যালুমিনিয়াম পরিবাহীর তাপমাত্রা 1°C বৃদ্ধি পেলে এর রোধ 3.9 × 10-3 Ohm বৃদ্ধি পাবে।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- আপেক্ষিক রোধ কাকে বলে
- ইলেকট্রনের তাড়ন বেগ
- ওহমের সূত্র (Ohm’s Law)
- কোষের অভ্যন্তরীণ রোধ
- চার্জের তল ঘনত্ব
- তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপ
- তাপমাত্রা কাকে বলে
- ধারক ও ধারকত্ব
- পরম তাপমাত্রা স্কেল
- পরমশূন্য তাপমাত্রা কাকে বলে
- পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা ও অতিপরিবাহিতা
- বাস্তব গ্যাসের প্রেষণ গুণাঙ্ক ও আদর্শ আচরণ
- বিদ্যুৎ প্রবাহ
- রোধের সূত্র ও আপেক্ষিক রোধ
- স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে চার্জিতকরণ