আমাদের জানা আছে, সমধর্মী চার্জের মধ্যে বিকর্ষণ এবং বিপরীতধর্মী চার্জের মধ্যে আকর্ষণ ঘটে। সুতরাং একটা বস্তু চার্জিত কি-না, তা আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ দ্বারা নিশ্চিতভাবে বুঝা যায়। তাই কোনো বস্তু চার্জিত নাকি অচার্জিত, সেটার জন্য একটা পরিক্ষা করতে হবে আমাদের। এক্ষেত্রে একটি পরীক্ষণীয় বস্তু নিবো, মনে করি এর নাম A। আমরা এখন পরিক্ষা করে দেখবো এটি চার্জিত কিনা!
এবার A বস্তুকে একটি চার্জিত বস্তু B-এর নিকটে আনবো। তখন তারা আকর্ষণ বা বিকর্ষণ ঘটাতে পারে। যদি আকর্ষণ ঘটায়, তবে আমরা দুটি তথ্য পাবো-
- A বস্তুটি চার্জিত হতে পারে। কারণ দুটি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে,
- A বস্তুটি অচার্জিত হতে পারে। কেননা আবেশ প্রক্রিয়ায় A বস্তুতে আবিষ্ট চার্জ উৎপন্ন হওয়ায় A ও B আকর্ষণ ঘটায়।
কিন্তু A ও B একে অপরকে বিকর্ষণ করলে আমরা কেবল একটা তথ্য পেতে পারি-
- A বস্তুটি B-এর সমধর্মী চার্জে চার্জিত বস্তু।
এক্ষেত্রে বিকর্ষণ ব্যাপারটা A বস্তুতে চার্জের অস্তিত্ব প্রমাণ করে অর্থাৎ A বস্তুটি চার্জিত।
তাই বলা যায়, বিকর্ষণ দ্বারা কোনো বস্তুর তড়িগ্রস্ততার সুনিশ্চিততর প্রমাণ পাওয়া যায়।
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com