বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য

বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য নিয়ে নিচে তুলে ধরা হলো-

বেগ ত্বরণ
সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে। সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
বেগের মাত্রা : [LT-1] ত্বরণের মাত্রা : [LT-2]
বেগের একক : ms-1 ত্বরণের একক : ms-2

তাহলে এগুলোই ছিলো বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য।

বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য

পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-

www.youtube.com/crushschool

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool