সমগোত্রীয় শ্রেণী কাকে বলে
সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? একই ধরনের মৌল নিয়ে গঠিত অনেকগুলো জৈব যৌগকে যদি তাদের আণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে সাজানো হয় তবে সেই যৌগ সমূহের সারিকে সমগোত্রীয় শ্রেণী (Homologous Series) বলে। এর কিছু বৈশিষ্ট্য দেখে নেই-
- এরা একই রকম মৌল দিয়ে তৈরি হবে,
- এদের সবার সাধারণ বা Common একটা সংকেত থাকবে,
- এদের আণবিক ভর বাড়ার সাথে সাথে ভৌত ধর্ম ধারাবাহিকভাবে পরিবর্তিত হবে। যেমন মিথানলের স্ফুটনাংক ৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড, ইথানলের স্ফুটনাংক ৭৮.৩ ডিগ্রি সেন্টিগ্রেড,
- এদের সবার রাসায়নিক ধর্ম প্রায় একই থাকবে,
- এদের সবার একটা সাধারণ বা Common প্রস্তুত প্রণালী থাকবে,
- প্রতিটা সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূলের মাঝে মিথিলিন মূলক (-CH2-) পার্থক্য থাকবে।
সমগোত্রীয় শ্রেণী কাকে বলে ও এর বেসিক উদাহরণ
জৈব যৌগে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে সেটা তোমরা জেনে গেছো এতক্ষণে। এবার কয়েকটা সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ দেখা যাক!
অ্যালকেন
জৈবযৌগে অ্যালকেন একটি সমগোত্রীয় শ্রেণি, এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, যেখানে n হচ্ছে সাধারণ সংখ্যা যেমন 1, 2, 3, 4, 5… তাই n=1 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালকেনের নাম ও সংকেত গুলো দেখি-
n = 1 হলে CH4 (মিথেন)
n = 2 হলে C2H6 (ইথেন)
n = 3 হলে C3H8 (প্রোপেন)
n = 4 হলে C4H10 (বিউটেন)
n = 5 হলে C5H12 (পেন্টেন)
n = 6 হলে C6H14 (হেক্সেন)
n = 7 হলে C7H16 (হেপ্টেন)
n = 8 হলে C8H18 (অক্টেন)
n = 9 হলে C9H20 (ননেন)
n = 10 হলে C10H22 (ডেকেন)
অ্যালকিন
জৈবযৌগে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, n=2 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালকিনের নাম ও সংকেত গুলো দেখি-
n = 2 হলে C2H4 (ইথিন)
n = 3 হলে C3H6 (প্রোপিন)
n = 4 হলে C4H8 (বিউটিন)
n = 5 হলে C5H10 (পেন্টিন)
n = 6 হলে C6H12 (হেক্সিন)
n = 7 হলে C7H14 (হেপ্টিন)
n = 8 হলে C8H16 (অক্টিন)
n = 9 হলে C9H18 (ননিন)
n = 10 হলে C10H20 (ডেকিন)
অ্যালকাইন
জৈবযৌগে অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, n=2 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালকাইনের নাম ও সংকেত গুলো দেখি-
n = 2 হলে C2H2 (ইথাইন)
n = 3 হলে C3H4 (প্রোপাইন)
n = 4 হলে C4H6 (বিউটাইন)
n = 5 হলে C5H8 (পেন্টাইন)
n = 6 হলে C6H10 (হেক্সাইন)
n = 7 হলে C7H12 (হেপ্টাইন)
n = 8 হলে C8H14 (অক্টাইন)
n = 9 হলে C9H16 (ননাইন)
n = 10 হলে C10H18 (ডেকাইন)
সমগোত্রীয় শ্রেণী এর এডভান্স উদাহরণ
অ্যালকোহল
জৈবযৌগে অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH, n=1 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালকোহলের নাম ও সংকেত গুলো দেখি-
n = 1 হলে CH3OH (মিথানল)
n = 2 হলে C2H5OH (ইথানল)
n = 3 হলে C3H7OH (প্রোপানল)
n = 4 হলে C4H9OH (বিউটানল)
n = 5 হলে C5H11OH (পেন্টানল)
n = 6 হলে C6H13OH (হেক্সানল)
n = 7 হলে C7H15OH (হেপ্টানল)
n = 8 হলে C8H17OH (অক্টানল)
n = 9 হলে C9H19OH (ননানল)
n = 10 হলে C10H21OH (ডেকানল)
অ্যালডিহাইড
জৈবযৌগে অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1CHO, n=1 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালডিহাইডের নাম ও সংকেত গুলো দেখি-
n = 1 হলে HCHO (মিথান্যালডিহাইড)
n = 2 হলে CH3CHO (ইথান্যালডিহাইড)
n = 3 হলে C2H5CHO (প্রোপান্যালডিহাইড)
n = 4 হলে C3H7CHO (বিউটান্যালডিহাইড)
n = 5 হলে C4H9CHO (পেন্টান্যালডিহাইড)
n = 6 হলে C5H11CHO (হেক্সান্যালডিহাইড)
n = 7 হলে C6H13CHO (হেপ্টান্যালডিহাইড)
n = 8 হলে C7H15CHO (অক্টান্যালডিহাইড)
n = 9 হলে C8H17CHO (ননান্যালডিহাইড)
n = 10 হলে C9H19CHO (ডেকান্যালডিহাইড)
কার্বক্সিলিক এসিড
তোমরা ইতোমধ্যে বুঝে গেছো সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। এবার সমগোত্রীয় শ্রেণীর সর্বশেষ উদাহরণ দেখবো যা হচ্ছে কার্বক্সিলিক এসিড। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1COOH, n=1 থেকে শুরু করে n এর বিভিন্ন মানের জন্য অ্যালডিহাইডের নাম ও সংকেত গুলো দেখি-
n = 1 হলে HCOOH (মিথানয়িক এসিড)
n = 2 হলে CH3COOH (ইথানয়িক এসিড)
n = 3 হলে C2H5COOH (প্রোপানয়িক এসিড)
n = 4 হলে C3H7COOH (বিউটানয়িক এসিড)
n = 5 হলে C4H9COOH (পেন্টানয়িক এসিড)
n = 6 হলে C5H11COOH (হেক্সানয়িক এসিড)
n = 7 হলে C6H13COOH (হেপ্টানয়িক এসিড)
n = 8 হলে C7H15COOH (অক্টানয়িক এসিড)
n = 9 হলে C8H17COOH (ননানয়িক এসিড)
n = 10 হলে C9H19COOH (ডেকানয়িক এসিড)
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com