চাপ কাকে বলে

চাপ কাকে বলে সেটা নিয়ে এখানে জানবো আমরা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন অর্থে ‘চাপ’ শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু পদার্থবিজ্ঞানে আমরা চাপ শব্দটি বিশেষ অর্থে ব্যবহার করে থাকি। কোনো বল কোনো ক্ষেত্রের উপর লম্বভাবে ক্রিয়া করলে ক্ষেত্রের প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ।

কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। চাপকে P অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। A ক্ষেত্রফলের কোনো পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত মোট বলের মান F হলে ঐ পৃষ্ঠে চাপের পরিমাণ,

P = F/A

চাপ স্কেলার রাশি।

মাত্রা :

বলের মাত্রাকে ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ করলে চাপের মাত্রা পাওয়া যাবে।

চাপ = বল / ক্ষেত্রফল

= ভর × ত্বরণ / ক্ষেত্রফল

or, ভর × দৈর্ঘ্য / (দৈর্ঘ্য)2 × (সময়)2

= ML / L2T2

তাহলে, [P] = [ML-1T-2]

একক : চাপ কাকে বলে এর সমীকরণ থেকে দেখা যায় যে বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে চাপের একক পাওয়া যায়। এই একক হচ্ছে নিউটন/বর্গমিটার, (1 Nm-2)। একে প্যাসকেল (Pa) বলে।

তাহলে, Pa = 1 Nm-2

1m2 ক্ষেত্রফলের উপর 1N বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে 1 Pa বলে। কোনো পৃষ্ঠে চাপ 10 Pa বলতে বুঝতে ঐ পৃষ্ঠের 1m2 ক্ষেত্রফলের উপর লম্বভাবে 10N বল প্রযুক্ত হচ্ছে। তাহলে বোঝা গেলো চাপ কাকে বলে।

চাপ কাকে বলে

ধাক্কা (Thrust)

চাপের জন্য কোনো ক্ষেত্রে মোট যে বা প্রযুক্ত হয় তাকে ধাক্কা বলে। আমরা জানি,

চাপ = বল / ক্ষেত্রফল

তাই, মোট বল = চাপ × ক্ষেত্রফল

মোট বল বা ধাক্কা, F = P x A

মোট বল বা ধাক্কা ক্ষেত্রের সাথে লম্বভাবে ক্রিয়া করে।